Important post
Meanings
1. Aching in limbs→ বাহুতে ব্যথা ।2. Achlorhydria→ Stomach এ Hcl acid এর পরিমাণ বেড়ে যাওয়া ।
3. Amenorrhoea→ মাসিক বন্ধ থাকা।
4. Amputation→ কেটে বাদ দেওয়া বা কেটে ফেলে দেওয়া।
5. Ascites→ পাকস্থলীর বহির্ভাগ peritoneum নামক পর্দা দ্বারা আবৃত থাকে। পাকস্থলী এবং peritoneum এর মাঝে যে ফাঁকা স্থান থাকে তাকে peritoneum cavity বলে এবং ঐ ফাঁকা স্থানে পানি জমলে তাকে Ascites বলে।
6. Bronchiactacis→ শ্বাসনালী প্রসারিত হওয়া এবং ঐ প্রসারিত অংশে কফ বা পুঁজ জমে থাকা।
7. Cardiac arrhythmia→ Heart beat এর ছন্দ ঠিক না থাকা বা Rhythm disturbance eg ... ….. . . .. . . …
8. Cataract→ চোখে ছানি পড়া।
9. Cholecytitis→ Inflammation of gall bladder(পিত্তথলীর প্রদাহ)
10. Chronic catarrah→ পুরাতন সর্দি।
11. Colicky abdominal pain→ পেট খামচে ব্যথা করা।
12. Cystitis→ Urinary bladder এ infection.
13. Dandruff→ খুশকি।
14. Delirium→ ভুল বকা/প্রলাপ।
15. Delusion→ ভুল শোনা/ভ্রম/মোহ।
16. Dental caris→ দন্ত ক্ষয়।
17. Difficulty in deglutination→ ঢোক গিলতে কষ্ট হওয়া।
18. Dyspepsia→ বদহজম।
19. Dysponia→ শ্বাসকষ্ট।
20. Emphysema→ কোন কারণে শরীরের বায়ু ফুসফুসের যে কোন অংশে জমে ফুলে উঠলে তাকে এমফাইসিমা বলে।
21. Empyema→ Pleural cavity তে পুঁজ জমা।
22. Epilepsy→ মৃগীরোগ।
23. Epistaxis→ নাক দিয়ে রক্ত পড়া।
24. Facial pelsy→ মুখমন্ডলের একধারে মাংসপেশি অবস হয়ে যাওয়া।
25. Febrile convulsion→ জ্বরের সাথে খিঁচুনি।
26. Flatulence→ পেট ফাঁপা।
27. Galactorrhoea→ Continuous flowing of milk from breast.
28. Gastritis→ Inflammation of stomach (পাকস্থলীর প্রদাহ)
29. Gingivitis→মাড়িতে প্রদাহ বা ঘা হওয়া। Gingiva→ মাড়ি। Gingivalis→ মাড়ির উপরের সাদা প্রলেপ।
30. Glossitis→জিহ্বার প্রদাহ।
31. Gout→ বাত।
32. Grandular fever→ গ্রন্থি জ্বর।
33. Grumbling abdominal pain→ মোচড় দিয়ে পেট ব্যথা।
34. Gum -boil→ মাড়িতে ফোঁড়া।
35. Gut→ Small & large intestine.
36. Gynaecomastia→ Increase boy’s breast.
37. Haematuria→ প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া।
38. Halitosis→ শ্বাসের দূর্গন্ধতা।
39. Hallucination→ ভুল দেখা বা ভুল শোনা।
40. Hiccough→ হেঁচকি।
41. Hoarseness of voice→ গলার স্বর বসিয়া যাওয়া বা গলা ভাঙ্গা।
42. Hollow cheeks→ গাল বসে যাওয়া।
43. Hook- worm→ বক্র কৃমি।
44. Impotency→ ধ্বজভঙ্গ।
45. Indiscriminate→ অবৈধ/
বাছবিচারহীন/এলোমেলো।
46. Insomnia→ অনিদ্রা বা নিদ্রাহীনতা।
47. Intussusceptions (ইনটাসসাসসেপশন)→ নাড়িভূড়ীর এক অংশ অন্য অংশের মধ্যে ঢুকে যাওয়া।
48. Keratitis→ Inflammation of the cornea. (চোখে ফুল পড়া)।
49. Lacrymation→ চোখ দিয়ে পানি পড়া।
50. Laryngitis→ কণ্ঠনালীর প্রদাহ।
51. Leprosy→ কুষ্ঠ।
52. Leucodermal/vitiligo→ ধবল।
53. Leukaemia→ Increase W.B.C.
54. Lumbago→ কোমরের পশ্চাতে রানের ব্যথা।ইহাও এক প্রকার বাত।(কটিবাত)
55. Mastalgia→ স্তনে ব্যথা (pain in the breast).
56. Mastanx→ স্তন স্ফিতি (Swollen or enlarged female breast).
57. Mastatrophia/ Mastatrophy→ স্তনের শুষ্কতা (Atrophy of the breast).
58. Mastectomy→ স্তনে অস্ত্রোপচার (Amputation of the breast).
59. Masthelcosis→ স্তনে ক্ষত (Ulceration of breast).
60. Mastitis→ স্তনে প্রদাহ (inflammation of the breast).
61. Menorrahagia→ মাসিকের সময় অধিক পরমাণে রক্তপাত হওয়া।
62. Motility → নড়াচড়া/সঞ্চালন।
63. Mucosity→ চটচটে ভাব।
64. Mumps→ Inflammation of parotid gland.
65. Nasal polyp→ নাকের ছিদ্রে টর্চ লাইটের আলো ফেললে নাকের ভেতরের মিউকাস মেমব্রেন দেখা যায়।কোন কারনে পুরাতন সর্দি থাকলে এই মিউকাস মেমব্রেন রোগ সংক্রমিত হয়ে ফুলে যায় এবং ঐ স্থানে অধিক পরিমান জলীয় পদার্থ জমে গোটার ন্যায় হইলে উহাকে পলিপ বলে।
66. Night discharge→ স্বপ্নদোষ।
67. Otitis media→ কান গলা/পাকা।
68. Pamplegia→ Paralysis of the whole body.
69. Pepilloma→ আঁচিল।
70. Peritonitis→ Intestine এর আবরণ বা পর্দায় প্রদাহ।
71. Polymenorrhoea→ অল্পদিন পর পর অধিক মাসিক হওয়া।
72. Proctitis→ Inflammation of Rectum.
73. Pruritus Ani→ মলদ্বারে চুলকানি।
74. Puperial-sepsis→ বাচ্চা প্রসবের পর (After labor course) দূর্গন্ধযুক্ত স্রাব, কাঁপুনি দিয়ে জ্বর এবং তলপেটে ব্যথা।
75. Pyloric stenosis→ পাকস্থলীর শেষ প্রান্ত সরু হওয়া।
76. Pyorrhoea→ পুঁজস্রাব।
77. Retention of urine→ প্রস্রাব আটকে যাওয়া।
78. Round- worm→কেঁচো কৃমি।
79. Salpingitis→ Fallopian tube এ infection হওয়া।
80. Scalded skin syndrome→ পোড়াগতর।
81. Sexual disharmony→ দুজন পার্টনারের যেকোন একজন খুশি না।
82. Sparmatorrea→ সামান্য উত্তেজনাতেই যৌনাঙ্গের মাথায় আঠালো জাতীয় পাতলা এক প্রকার পদার্থ বের হওয়া।
83. Starvation→ অন্বেষণ/না খেয়ে থাকা।
84. Sterility→ বন্ধ্যাত্ব।
85. Stomatitis→ (মুখের ঘা)।
86. Stupor→ ঘুম ঘুম ভাব।
87. Stye→ অঞ্জলী (চোখে অঞ্জলী হওয়া)।
88. Sunken eye→ চোখ বসে যাওয়া।
89. Superstition→ ভুল জিনিসকে ঠিক বলে মনে করা/কুসংস্কার।
90. Tape –worm→ ফিতা কৃমি।
91. Tenesmus→ কোঁত দেওয়া।
92. Thread- worm→ সুতা কৃমি।
93. Tinnitus→ কানের মধ্যে ঝিঁ ঝিঁ বা ঝিন ঝিন শব্দ করা।
94. Titubation→ অস্তিরতা।
95. Torticlis→ ঘাড়ের মাংসপেশীর ব্যথাযুক্ত সংকোচন।
96. Traumatic eye→ চোখে খোঁচা বা আঘাত লাগা।
97. Tremor→ কম্পন।
98. Urticaria→ চুলকাতে চুলকাতে ফুলে যাওয়া (আশুড়া)।
99. Vaginimus→ যৌনমিলনে ব্যথা (pain during coitus).
100. Volvulus→ অন্ত্রে প্যাচ লাগা। (Intestine এ প্যাচ লাগা)
101. Wax of ear→ কানে খইল হওয়া
No comments